
দ্য ওয়াল ব্যুরো : আবার বাঘের আতঙ্ক। শনিবার রাতে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারি পঞ্চায়েতের বাগনা অফিস পাড়ায় বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা।রাতের অন্ধকারে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেই তড়িঘড়ি ঘটনাস্থলে রওনা দিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বসিরহাট রেঞ্জের বনকর্মীরা। তাঁরা খতিয়ে দেখবেন, সত্যি ছাপটি বাঘের পায়ের না অন্য কোন বন্য জন্তুর।ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবাশীষ মন্ডল।তবে সুত্রের খবর, বাঘটি দেখতে পাওয়া গিয়েছে। বনদফতর এলাকাটি জাল দিয়ে ঘিরে বাঘটি কে জঙ্গলে পাঠানোর চেষ্টা করবে। পাশাপাশি ছাগলে টোপ দিয়ে তাকে ধরারও চেষ্টা চালাবে বনদফতর।
এর আগে গত শুক্রবার গোসাবার বিধান কলোনি এলাকায় গোমর নদীর চরে বাঘের পায়ের টাটকা ছাপ লক্ষ করেন মৎস্যজীবীরা।