Latest News

আমি কি মাওবাদী? বিকাশ ভবনের সামনে আটকাতেই ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়য় খোলার দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের একটি দল বিকাশ ভবনে যাচ্ছিলেন শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে। কিন্তু ৫০০ মিটার দূরেই শুভেন্দুর গাড়ি আটকে দিতেই ক্ষোভে ফেটে পড়লেন তিনি।

এদিন পুলিশের উদ্দেশে শুভেন্দু বলেন, “আমি কি মাওবাদী? আমার নামে কি হুলিয়া জারি রয়েছে? আমি এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থী? তাহলে আমার রাস্তা আটকাচ্ছেন কেন?” শুভেন্দু এদিন পুলিশের সামনে দাবি করেন, শিক্ষা সচিবের থেকে তিনি সময় চেয়েছিলেন। তাঁরা বলেছিলেন, চারটের সময় হবে না। বিকেল পাঁচটা নাগাদ আসতে বলা হয়। সেই সময়েই শুভেন্দু, অগ্নিমিত্রা পল, মনোজ টিগগারা যাচ্ছিলেন। কিন্তু তখনই তাঁদের রাস্তা আটকায় পুলিশ।

পুলিশ আটকালে ওখানেই বসে পড়েন বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন, ২০০ জন নিয়ে বিয়েবাড়ি হতে পারে, পানশালা চলছে, ডান্স বার চলছে আর ৩০ জন নিয়ে স্কুল-কলেজ খুলতে পারে না।

বিরোধী দলনেতার আরও বক্তব্য, তিনি গ্রামেগঞ্জে ঘুরে দেখছেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সাধারণ পড়াশোনা ভুলে যাচ্ছে। বিস্তীর্ণ অংশে ইন্টারনেটের সংযোগ নেই, অনেকের হাতে ট্যাব নেই। এদিন সেসবই শিক্ষা সচিবের কাছে বলতে চেয়েছিল বিজেপির পরিষদীয় দল। কিন্তু পথ আটকায় পুলিশ। বিরোধী দলনেতা বলেন, রোজ একজন করে বিজেপি বিধায়ক বিকাশ ভবনে আসবেন। দেখি পুলিশ কী করে।

You might also like