Latest News

দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু, রয়েছেন হোম আইসোলেশনে

দ্য ওয়াল ব্যুরো:  ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এখন তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

দমকলমন্ত্রীর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

গত বছরও করোনা ধরা পড়েছিল তাঁর। উপসর্গ সেভাবে দেখা না দেওয়ায় তখনও বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছিল, সুজিতবাবুর বাড়ির এক পরিচারিকা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই থেকেই সংক্রমণ ছড়ায়। এর পরই মন্ত্রী সপরিবারে ফুলবাগান থানা এলাকায়, ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিজেই যান কোভিড পরীক্ষা করাতে। কোভিড রিপোর্ট পজিটিভ এলে বাড়িতেই তাঁর চিকিৎসা শুরু হয়। স্বাস্থ্য ভবনের এক কর্তা জানিয়েছেন, নিয়ম মেনেই সুজিত বাবুর সংস্পর্শে কারা ছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

রাজ্যজুড়েই তাণ্ডব করছে করোনা। পুলিশ-প্রশাসন, চিকিৎসক মহলেও আক্রান্ত হচ্ছেন একের পর এক। করোনা হানা দিল স্বাস্থ্যভবনেও। সংক্রমিত হয়েছেন খোদ স্বাস্থ্য দফতরেরই দুই শীর্ষ কর্তা। জানা গেছে, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী কোভিড পজিটিভ। করোনা ধরা পড়েছে শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যেরও। বুধবার দুই অধিকর্তারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্রের খবর, স্বাস্থ্যভবনের আরও ৫০ জন কর্মীর করোনা ধরা পড়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকাসুখপাঠ

You might also like