Latest News

চোপড়ায় প্রাথমিক শিক্ষকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে উদ্ধার দেহ

দ্য ওয়াল ব্যুরো: এক প্রাথমিক শিক্ষকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়াতে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে উত্তল দিনাজপুরের চোপড়া এলাকায় চা ফ্যাক্টরি মোড়ে একটি ডোবায় এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় চোপড়া থাকায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্থানীয়রাই দেহ শনাক্ত করে মাস্টারমশাইয়ের পরিচয় পুলিশকে জানায়।

স্থানীয়রা জানিয়েছেন, মৃতের নাম পলাশ অধিকারী। তিনি চোপড়া থানার অন্তর্গত কালাগছ এলাকার বাসিন্দা। পেশায় প্রাথমিক শিক্ষক ছিলেন তিনি। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কীভাবেই বা তাঁর দেহ এই ডোবায় এল সে ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিক্ষকের স্ত্রী থাকেন শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। চোপড়ার কালাগছে এলাকায় বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন এই শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় শেষবার ওই শিক্ষককে কালাগছ এলাকায় দেখা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃতের মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বামীর মৃত্যুর খবর জানানো হয়েছে পলাশবাবুর স্ত্রীকেও। মৃতার মা জানিয়েছেন, তিনি ভেবেছিলেন ছেলে স্ত্রী’র বাড়ি শিবমন্দিরে গিয়েছেন, তাই কোনও খোঁজ করেননি। অন্যদিকে স্ত্রী জানতেন পলাশবাবু মায়ের সঙ্গে রয়েছেন। তাই ঘুণাক্ষরেও টের পাননি যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে।

কীভাবে এই শিক্ষক মারা গেলেন, কারা এর পিছনে রয়েছে, কে বা কারা মৃতদেহ ডোবায় ফেলে গিয়েছে তা জানতে ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।

You might also like