Latest News

হাড়োয়ায় দোকান ভেঙে মদ লুঠের চেষ্টা, বাইক ভাঙচুর করে দুই অভিযুক্তকে পুলিশে দিলেন গ্রামবাসীরা

হাইকোর্টের নির্দেশে এই মদের দোকানটি ২০১৯ সাল থেকেই বন্ধ রয়েছে। বসিরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে যে মদের দোকান খোলাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে দোকান মালিকের দ্বন্দ্ব আছে।

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই বসিরহাট মহকুমার এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মাদারতলা এলাকার সিল করা একটি মদের দোকান ভাঙার চেষ্টা করার অভিযোগে দুই বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা অভিযুক্তদের বাইকটিও ভেঙে দিয়েছেন।

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে তাঁরা ওই দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন। তাদের সঙ্গে থাকা বাইক ভাঙচুর করে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবি করতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ। ঘটনাস্থলে যান ওই মদের দোকানের মালিক অচিন্ত্য ঘোষও।

লকডাউনের জন্য এখন সব মদের দোকান বন্ধ আছে। তবে হাইকোর্টের নির্দেশে এই মদের দোকানটি ২০১৯ সাল থেকেই বন্ধ রয়েছে। বসিরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে যে মদের দোকান খোলাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে দোকান মালিকের দ্বন্দ্ব আছে। তা নিয়ে আদালতে মামলা চলছে। আজকের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীদের হাতে ধরা পড়া দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে কেন তারা ওই দোকান ভেঙে ঢোকার চেষ্টা করছিল। এক বছর ধরে বন্ধ দোকানে কেন তারা হানা দিয়েছে সেদিকটাও ভাবাচ্ছে পুলিশকে। স্রেফ মদ চুরি করতেই তারা এসেছিল নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

লকডাউন শুরু হওয়া থেকে সব মদের দোকান বন্ধ থাকলেও বিভিন্ন জায়গায় অবশ্য মদের আসর বসতে দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন থানায় এনিয়ে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে। আজ সোমবার পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে প্রকাশ্যে মদ খাওয়া ও জুয়া খেলার অভিযোগও উঠেছে।

You might also like