Latest News

লক্ষ্মণ সুশান্তকে জব্দ করেছি, সাইন বোর্ড বানিয়েছি অধীরকে, দিলীপ তো কোন ছার: শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : এক সপ্তাহ আগে তাঁর গড়ে সভা করে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, “হলদিয়া থেকে অধিকারী পরিবারের রাজত্ব উৎখাত করে দেব।“

সোমবার পূর্ব মেদিনীপুরের সেই ময়নাতেই দিলীপ ঘোষের পালটা সভা করলেন পরিবেশ ও পরিবহণ মন্ত্রী তথা মেদিনীপুরে তৃণমূলের অবিসংবাদিত নেতা শুভেন্দু অধিকারী। দিলীপের নাম মুখে আনেননি তিনি। কিন্তু তাঁকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, “একজন অশিক্ষিত এসে বলে গিয়েছিলেন অধিকারী পরিবারকে উৎখাত করে দেবেন। তাঁর চোদ্দ পুরুষ এলেও পারবেন না। লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষকে জব্দ করে দিয়েছি। কিষানজিকে শায়েস্তা করেছি। অধীর চৌধুরীকে সাইন বোর্ড বানিয়েছি। আমাকে ঘাটাতে এলে ছাড় পাবে না।”

আরও পড়ুন BREAKING: ক্লাস ফাইভকে প্রাইমারিতে আনব, টিচার পাবে বাচ্চারা: মমতা

দিলীপ বাবু এবং শুভেন্দু দু’জনেই মেদিনীপুরে ভূমিপুত্র। বিজেপির সভাপতি বর্তমানে খড়্গপুরের বিধায়ক। তিনি যখন হলদিয়া দখলের কথা বলছেন, তখন জেলা তৃণমূল নেতাদের দাবি খোদ খড়্গপুরেই তো ওঁর পায়ের তলায় মাটি সরে গিয়েছে। দশেরাতে রাবণদহনে এবার আর ডাক পাননি দিলীপ বাবু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দুই। তাছাড়া, খড়্গপুর এলাকায় শুভেন্দুর পরামর্শে খাস জমির মালিকানা যে ভাবে সেখানে বসবাসকারী কয়েক লক্ষ মানুষকে দিতে চলেছে সরকার, তারপর বিজেপির পক্ষে সেখানে রাজনৈতিক জমি ধরে রাখা কঠিন।

এ দিনের সভায় শুভেন্দু আরও বলেন, “১০০ বছর ধরে রাজনীতি করছে আমার পরিবার। বাংলায় ক্ষমতায় থেকে সিপিএমও শত রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাদের পরিবারকে উৎখাত করতে পারেনি। মেদিনীপুরের মানুষকে নিয়েই অধিকারী পরিবার। সেই জন্যই ৭০ সাল থেকে এমপি, এমএলএ হচ্ছে আমাদের পরিবার থেকে।”

শুভেন্দু আরও বলেন, তখন তো ওঁর মুখ থেকে লালা পড়ত।

এ দিন ময়নাতে ছিল ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা। সেই সভাকেই বিজেপিকে পাল্টা আক্রমণের জন্য বেছে নিয়েছিলেন শুভেন্দু। তবে বিজেপির রাজ্য সভাপতি পরিবহণ মন্ত্রীর নাম করে তাঁকে আক্রমণের নিশানা করলেও এ দিন কিন্তু একবারের জন্যেও দিলীপবাবুর নাম মুখে আনেননি তিনি।

দিলীপ ঘোষের ময়নার সভার ভিড়কেও এ দিন টেক্কা দিয়েছে শুভেন্দুর সভা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন    

You might also like