
এদিনের বৈঠকে বিশেষ কিছু আলোচনা হয়নি বলেই খবর। তবে ঠিক হয়েছে আগামী ১৩ ও ২৭ অগস্ট পিএসি-র পরবর্তী বৈঠক হবে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
এদিনের বৈঠকে ছিলেন নির্মল ঘোষ, তাপস রায়, অশোক দেব, দেবব্রত মজুমদার, স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার ও শ্যামল মণ্ডল। কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক, এত সংঘাত, সেই মুকুল রায়ি উপস্থিত থাকলেন না পয়লা বৈঠকে।
মুকুলকে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে কোনও কমিটির চেয়ারম্যান পদ নেয়নি বিজেপি। এদিন পিএসি বৈঠকও বয়কট করেন গেরুয়া বিধায়করা। রাজনৈতিক সমালোচকদের কথায়, গোটা বিষয়টিই অত্যন্ত ‘ব্যতিক্রমী’ হয়েই রয়ে গেল।
মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গিয়েছেন। তিনি যে পিএসি বৈঠকে অংশগ্রহইণ করতে পারবেন না তা আগেই বিধানসভা কর্তৃপক্ষকে ই-মেল মারফৎ জানিয়েছিলেন। তবে চেয়ারম্যান না থাকলে যে বৈঠক করা যাবে না তেমন কোনও নিয়ম নেই। তবে পিএসি বৈঠক শুধু শাসকদলেরই থেকে গেল।