
দ্য ওয়াল ব্যুরো: কোয়ারান্টাইন সেন্টার অন্যত্র সরানোর দাবিতে জামুড়িয়ার চুরুলিয়ায় বিক্ষোভ ও পুলিশের উপরে ইঁটবৃষ্টির জেরে ন’জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক বৈঠকের পরে ওই কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকা সাতাশ জনকে পুলিশ তাঁদের বাড়িতে পৌঁছে দিয়েছে।
পুলিশের উপরে ইটবৃষ্টি ও খণ্ডযুদ্ধ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে চার জন মহিলাও আছেন। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। পুরো গ্রাম শুনশান। এলাকার পুরুষরা বাড়িতে নেই। লকডাউনের মধ্যেও তাঁরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। বুধবার প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হবে চুরুলিয়ায় কোয়ারান্টাইন কেন্দ্রটি থাকবে নাকি সেটি বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবারের ঘটনায় এক পুলিশ আধিকারিকের পা ভেঙেছে। আঘাত বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় আরও দু’জনকে।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। আসানসোল জেলা হাসপাতাল থেকে সাতাশ জনকে জামুড়িয়ার চুরুলিয়ায় আখলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে এমন খবরে এলাকার লোকজন সাময়িক ভাবে বিক্ষোভ দেখান। পরে বিক্ষোভ উঠেও যায়। তবে মঙ্গলবার সকালে ফের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল ওই জায়গা থেকে কোয়ারান্টাইন সেন্টার সরিয়ে নিয়ে যেতে হবে।
বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করতে থাকেন পুলিশকর্মীরা। আচমকাই পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, আত্মরক্ষায় প্রথমে পুলিশও পাল্টা ইট ছোড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় আসানসোল পুলিশ লাইন থেকে বিশাল পুলিশবাহিনী। মহিলা পুলিশকর্মীরাও ছিলেন সেই দলে।
তখন বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। এই ঘটনায় এক আধিকারিক-সহ কুড়ি জন পুলিশকর্মী আহত হন।