Latest News

খড়্গপুরে আরও এক আরপিএফ জওয়ানের করোনা পজিটিভ, জানিয়ে দিল রেল

প্রথম দফায় ছ’জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তারপকে বারো জনকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকেই একজনের কোভিড-১৯ ধরা পড়ল।

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে ফেরা আঠেরো জন আরপিএফ জওয়ানের মধ্যে আজ বৃহস্পতিবার আরও একজনের করোনা পজিটিভ পাওয়া গেল। প্রথম দফায় ছ’জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তারপকে বারো জনকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকেই দ্বিতীয় দফায় আরও এক জন আরপিএফ কর্মীর কোভিড-১৯ ধরা পড়েছে বৃহস্পতিবার। একথা জানিয়েছেন রেলের চিফ মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট এসএ নাজমি।

দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম আদিত্য চৌধরি আগেই জানিয়েছিলেন যে কিছুদিন আগে বাংলা থেকে ২৯ জন আরপিএফ জওয়ান দিল্লিতে গিয়েছিলেন অস্ত্র আনতে। সেই দলে অন্য রাজ্যেরও আরপিএফ কর্মীরাও ছিলেন। তাঁদের মধ্যে একজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল ওড়িশায়। এই খবর জানার পরে সেই দলে থাকা এরাজ্যের আরপিএফ জওয়ানদের কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্য থেকে খড়্গপুরে আগে ছ’জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। একজনের করোনা পজিটিভ ধরা পড়েছিল হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন আরও একজনের করোনা সংক্রমণ ধরা পড়ল খড়্গপুরে।

You might also like