Latest News

এঁদের যাওয়া আসায় কিচ্ছু এসে যায় না, সোনালি নিয়ে মন্তব্য দিলীপের

দ্য ওয়াল ব্যুরো: টিকিট না পেয়ে চোখের জলে ভাসিয়ে দিয়েছিলেন সাত গাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালি গুহ। তারপর ‘মুকুলদা’র সঙ্গে ফোনে কথা বলে সোজা চলে গিয়েছিলেন হেস্টিংসে বিজেপি দফতরে। দিলীপ ঘোষের হাত থেকে তুলে নিয়েছিলেন পদ্ম পতাকা।

কিন্তু সোনালিকে টিকিট দেয়নি বিজেপি। তারপর ভোট হয়ে গিয়ে ফল ঘোষণার পর তিন সপ্তাহ কাটতে চলল। এখন সোনালি বায়না ধরেছেন তিনি দিদির কাছে ফিরবেন। অনুতপ্ত সোনালি টুইট করে বলেছেন, দিদি যদি তাঁকে তাঁর স্নেহের আঁচলের নীচে ঠাঁই দেন…

এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট করতে চাইলেন, সোনালিদের যাতায়াতে বিজেপির কিচ্ছু এসে যায় না। মেদিনীপুরের সাংসদ এদিন বলেছেন, অনেকে অনেক রকম উদ্দেশ্য নিয়ে বিজেপিতে এসেছিলেন। উদ্দেশ্য পূরণ না হওয়ায় চলে যাচ্ছেন। দিলীপ ঘোষের আরও বক্তব্য, এঁদের লড়াই করার ক্ষমতা নেই।

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী যেদিন বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেদিনই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী। তনুশ্রী টিকিট পেলেও সোনালি পাননি। বিজেপিতে যে সব তৃণমূল বিধায়ক টিকিট পেয়েছেন এমনও নয়। আবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো কিছু প্রাক্তন বিধায়ক গিয়েই টিকিট পেয়ে গিয়েছিলেন। যদিও তাঁদের অনেককেই হারতে হয়েছে।

সোনালি অবশ্য এদিন বলেছেন, বিজেপি তাঁকে বলেছিল মাইক হাতে নিয়ে দিদির নামে কুৎসা করতে। তিনি তা করেননি বলেই কোণঠাসা করে দেওয়া হয়েছিল। দিদির উদ্দেশে চিঠি টুইট করে সোনালি লিখেছেন, তিনি প্রচণ্ড অভিমানে চূড়ান্ত ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

এখন সোনালিকে তৃণমূল গ্রহণ করবে কি না তা তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু দিলীপ ঘোষ যেন বুঝিয়ে দিতে চাইলেন, উনি থাকা না থাকায় বিজেপির ভাল-মন্দ নির্ভর করে না।

You might also like