Latest News

মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ভোটগ্রহণ ১৩ মে, জানাল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর মৃত্যুর জন্য ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সোমবার পরিবর্তিত দিন জানাল নির্বাচন সদন। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটগ্রহণ হবে ১৩ মে।

১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ১৬ এপ্রিল মৃত্যু হয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বর্ষীয়ান প্রদীপবাবুও কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

প্রদীপ নন্দীর পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রদীপবাবু। করোনার উপসর্গ দেখে গত ৫ এপ্রিল তাঁর কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর এই বর্ষীয়ান বামপন্থী নেতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি ভর্তি করা হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে। করোনার চিকিৎসাও শুরু হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

কংগ্রেস প্রার্থী রেজাউল হক বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এলে জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় আনা হয়েছিল। পয়লা বৈশাখ মৃত্যু হয় তাঁর৷

You might also like