Latest News

বেসরকারি বাস-মিনিবাসের ট্যাক্স ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব, পুরনো কর মেটালে দিতে হবে না জরিমানাও: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব করা হল বেসরকারি বাস- মিনিবাসের ট্যাক্স। পারমিট ফিও মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিস্তারিত ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, পরিবহণ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি বাস ও মিনিবাসের কর মকুব করা হল। মোটর ভেহিক্যালের অতিরিক্ত করও মকুব করা হল বলে জানান তিনি। পুরনো কর মেটালে জরিমানা দিতে হবে না বলেও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে পুরো বছরের জন্য পারমিট ফিও মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিবের ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের তরফে বাস মালিকদের জানানো হয়েছিল ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে। কিন্তু তার পরিবর্তে কর মকুবের দাবি জানিয়েছিলেন বাস মালিকদের সংগঠনগুলি। সেই দাবি অনুযায়ীই কর মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, তাঁর আশা এই সিদ্ধান্তে বাস মালিকদের সংগঠনগুলি খুশি হবে। বেসরকারি বাস ও মিনিবাস নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক হয়ে যাবে বলেই আশা মুখ্যমন্ত্রীর।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে রাজ্যে বেশ কিছুদিন গণপরিবহণ বন্ধ থাকার পরে বাস চলাচল শুরু করার ঘোষণা করা হলেও বেঁধে দেওয়া হয় যাত্রী সংখ্যা। তার ফলে সমস্যায় পড়ে বাস মালিক সংগঠনগুলি। বাস ভাড়া বাড়ানোর দাবি জানান তাঁরা। কিন্তু ভাড়া বাড়ানো হবে না বলেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় রাজ্যের তরফে। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ভাড়া বাড়ালে যাত্রীদের সমস্যায় পড়তে হবে। তার বদলে ১ জুলাই থেকে মাসে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ভর্তুকির কথা মানতে চায়নি বাস মালিক সংগঠনগুলি।

তারপরেই গত ৩০ জুন কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যখন ডিজেল পেট্রোলের দাম বাড়ছে তখন ভাড়া বাড়াতে হলে দাম কমলে ভাড়া কমাতেও হবে। তাই আশা করা যায়, আগামীকাল পয়লা জুলাই থেকে তাঁরা সহযোগিতা করবে। কাল থেকে ৬,০০০ বেসরকারি বাস নামবে শহরের পথে। সেই সঙ্গেই মমতা বলে দেন, “যদি তা না হয়, তাহলে আমাদের তো উপায় বের করতে হবে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। প্রয়োজন হলে এই বাসগুলি সরকার নেবে, সরকার ড্রাইভার দেবে। সরকার খরচ বহন করবে।”

মমতার এই হুঁশিয়ারির পরেই রাস্তায় বাস নামে অপেক্ষাকৃত বেশি। ফলে সমস্যার থেকে কিছুটা রেহাই মেলে সাধারণ মানুষদের। এবার বেসরকারি বাস-মিনিবাস মালিকদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার।

You might also like