Latest News

করোনায় মৃত্যু হল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীর, শোকের ছায়া চন্দননগরে

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার এক স্বাস্থ্য বিভাগের কর্মীর। মৃতের নাম অমিত পাখিরা (৪৮)। তিনি গত কয়েক দিন ধরে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে চন্দননগরের বাসিন্দা অমিত পাখিরা শুক্রবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ব্যক্তি কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অন্তর্গত জন্ম ও মৃত্যু নথিভুক্ত বিভাগের কর্মী ছিলেন। দিন দশেক আগে শেষ বার পুরসভায় গিয়েছিলেন তিনি। শরীরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যাওয়ায় তাঁর কোভিড টেস্ট হয়। তাতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুরসভার স্বাস্থ্য কর্মীর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাকি কর্মীদের মধ্যেও। ওই বিভাগে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩২ জন কর্মী রয়েছেন। জানা গিয়েছে, আজ শনিবার তাঁরা কেউ কাজে যোগ দেননি।

অমিতের মৃত্যুর খবরে শোকের ছায়া চন্দননগরেও। হুগলির এই জনপদে পরপর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। গত সপ্তাহে প্রথমে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের। তার ২৪ ঘণ্টার মধ্যেই চন্দননগরের বাসিন্দা ৩৪ বছর বয়সী স্কুল শিক্ষিকা সৌমি সাহার মৃত্যু হয় ব্যান্ডেলের ইএসআই হাসপাতালে। তারপর এদিন অমিত পাখিরার মৃত্যুর খবর এল।

গত ১৫ জুলাই কোভিড যোদ্ধাদের সংক্রমণের পরিসংখ্যান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সে দিন পর্যন্ত এ রাজ্যে মোট ২৬৮ জন পুলিশকর্মী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। ৩০ জন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন করোনা চিকিৎসা করতে গিয়ে। রাজ্যে আক্রান্ত নার্সের সংখ্যা ৪৩। এছাড়াও ৬২ জন সরকারি কর্মচারী আক্রান্ত হয়েছেন করোনায়। সব মিলিয়ে এ রাজ্যে ৪১৫ জন কোভিড যোদ্ধা আক্রান্ত হয়েছেন সংক্রমণে। সুস্থ হয়ে উঠেছেন ৪০৩ জন। ওই দিন পর্যন্ত মোট ১২ জন কোভিড যোদ্ধা করোনায় মারা গিয়েছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তারপর আরও অনেক সরকারি কর্মচারী তথা কোভিড যোদ্ধাদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৩০ জন কলকাতা পুলিশের কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। শ্রীরামপুর পুরসভা থেকে একাধিক জায়াগার কর্মীরা কোভিড সংক্রমিত হয়েছেন। এবার মৃত্যুর খবর মিলল কলকাতা পুরসভার কর্মীর।

You might also like