
কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিকচন্দ্র পাল শনিবার নিজে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তাঁর উপস্থিতিতে প্রথম দিনের কর্মসূচি পালন করা হয়। টানা সাত দিন ধরে চলবে এই কর্মসূচি। করোনা দূর করতে প্রশাসনের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। খুশি হয়েছেন শহরের টোটো গাড়ির চালক ও রিকশাওয়ালারা।
কার্তিকচন্দ্র পাল এদিন বলেন, “করোনার হাত থেকে কালিয়াগঞ্জ শহরকে সুরক্ষিত রাখার জন্য সাত দিন ব্যাপী শহরের সমস্ত টোটো, রিকশা এবং বাইরে থাকে আসা সমস্ত ছোট ও বড় গাড়ি স্যানিটাইজ করা হচ্ছে। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই অভিযান চলবে। কালিয়াগঞ্জ এখনও পর্যন্ত করোনা থেকে সুরক্ষিত আছে। যাতে আগামী দিনেও সুরক্ষিত থাকে তাই এই ব্যবস্থা।”
রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় করোনাভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। মৃত্যু হয়েছে এক জনের। বর্তমানে জেলায় করোনা পজিটিভের সংখ্যা ১৮২। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৪১ জন।
উত্তর দিনাজপুরে এখন কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৭০। এর মধ্যে অবশ্য কালিয়াগঞ্জের ৭ ও ১৪ নম্বর ওয়ার্ড রয়েছে। তবে রায়গঞ্জ ব্লকের বহু এলাকাই এখন কন্টেনমেন্ট জোন। রায়গঞ্জ পুর এলাকায় দশটিরও বেশি জায়গা কন্টেনমেন্ট জোনের তালিকায় রয়েছে। করণদিঘি ব্লকের বহু জায়গাও এই তালিকায় রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৪,৮৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬৭১ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গেও শুক্রবারের রিপোর্ট অনুযায়ী ১,৮৯৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
শনিবারই অবশ্য করোনা নিয়ে কোনও রকম ভাবে উদ্বিগ্ন না হতে পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। আমাদের রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর হার ২.৫৩ শতাংশ যা জাতীয় গড়ের চেয়ে সামান্য বেশি বলে তিনি জানিয়েছেন। তা ছাড়া রাজ্যের হাসপাতালগুলিতে এখনও শয্যারও অভাব হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।