Latest News

তমলুকের সাংসদের অনুরোধে পূর্ব মেদিনীপুরে কোভিড মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল ইন্ডিয়ান অয়েল

দ্য ওয়াল ব্যুরো: এও এক অদ্ভূত ঘটনা।

তাঁদের বাড়ির সামনে থেকে পুলিশ পিকেট তুলে নেওয়ার ঘটনা নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। আবার সেই দিব্যেন্দুরই অনুরোধে হলদিয়ায় কোভিড মোকাবিলার জন্য সরঞ্জাম জেলা পুলিশ সুপারের কাছে পাঠাল ইন্ডিয়ান অয়েল।

তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় যে কোনও কার্যকরী পদক্ষেপ করতে তারা তৈরি। আক্রান্ত কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবায় হোক বা কোভিড যোদ্ধাদের সাহায্য করতে, যা যা দরকার তার সবটাই সরবরাহ করতে তৈরি রাজ্যের প্রথম সারির এই শিল্প সংস্থা।

সংস্থার তরফে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারের অফিসে প্রথম দফায় কোভিড সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সংক্রমণ পরিস্থিতির মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থাকার দায়বদ্ধতা তাদেরও রয়েছে। কীভাবে মানুষকে ভাল পরিষেবা দেওয়া যায় তার জন্য সবরকমভাবে চেষ্টা করবে তারা।

You might also like