Latest News

দ্বাদশে ভর্তির তারিখ বেঁধে দিল পর্ষদ, প্রক্রিয়া শুরুর নির্দেশ স্কুলগুলিকে

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাকে এবারের মতো বাতিল ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার একাদশ উত্তীর্ণদের দ্বাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে সংসদ সমস্ত স্কুলকে বলেছে, ১৫ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করেছিলেন, জুলাই মাসে উচ্চমাধ্যমিক ও অগস্টে মাধ্যমিক পরীক্ষা হবে। তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করে নবান্ন। সেই কমিটি বসে আলোচনার আগেই সিবিএসই এবং আইসিএসসি পরীক্ষা বাতিল হয়ে যায়।

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত কি না, সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাতে করোনার ঝুঁকি এড়াতে পরীক্ষা না নেওয়ার পক্ষেই মত দেন বেশিরভাগই। এরপর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারও।

এদিন আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে জরুরি বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কী ভাবে মাধ্যমিকের মূল্যায়ন হবে সেই প্রস্তাব চূড়ান্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তা নিয়েই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কার্যত চূড়ান্ত করল পর্ষদ বলে সূত্রের খবর। স্কুল শিক্ষা সচিবের উপস্থিতিতে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে এসেই এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকে নেন শিক্ষা মন্ত্রী।

You might also like