Latest News

সকাল থেকেই মেঘলা আকাশ, সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: ঘুর্ণিঝড় উমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি। ভয়ঙ্কর প্রভাব পড়েছে কলকাতাতেও। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি অনেক জায়গাতেই। তারমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা– সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উমফানের পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছিল আলিপুর। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মত পারদ কিছুটা চড়লেও, গত কয়েকদিন ধরে কলকাতা-সহ একাধিক জেলায় আংশিক মেঘলা রয়েছে আকাশ। বাতাসে আর্দ্রতার পরিমাণ অধিক থাকার কারণে দিনের বেলায় মাঝে মাঝে ভ্যাপসা-গুমোট গরম অনুভূত হচ্ছে।

বুধবার সকাল থেকেও একই আবহাওয়া। কলকাতা, দমদম, সল্টলেক সব জায়গায় আকাশে মেঘ। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে বেশিরভাগ জায়গায় ১০০ শতাংশ মেঘের আস্তরণ রয়েছে। সূর্যের দেখা মেলেনি। হাওয়া দিলেও তার তীব্রতা খুব একটা বেশি নয়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। এই অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা থাকায় মেঘলা আবহাওয়াতেও একটা গুমোট গরম অনুভূত হচ্ছে।

আরও পড়ুন ফুটছে রাজস্থানের চুরু, পারদ পৌঁছল ৫০ ডিগ্রিতে, আরও তিন জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সন্ধেবেলা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তার তীব্রতা বেশি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই আবহাওয়া আগামী কয়েক দিন চলবে বলেই জানিয়েছে আলিপুর।

আইএমডি-র পূর্বাভাসে বলা হয়েছে এই সপ্তাহে উত্তর-পূর্ব ভারত ও পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব বাংলাতেও পড়ছে বলে মত আবহবিদদের। আর তার প্রভাবেই এই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে বাংলায় খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। যদিও মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

You might also like