
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রবীনবাবুর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত আইসিইউতেই রাখা হয়েছে এই সিপিএম নেতাকে।
সিপিএমের যুব সংগঠন থেকেই রাজনীতিতে আসা রবীনবাবুর। ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক। ডিলিমিটেশনের আগে বালিগঞ্জ বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। বিধানসভায় বাম পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও ২০১৬ সালের বিধানসভা ভোটে সিঙ্গুরে দাঁড়িয়ে হারতে হয়েছিল তাঁকে।