Latest News

অসুস্থ সিপিএম নেতা রবীন দেব, ভর্তি করা হল হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক রবীন দেব। সোমবার তাঁকে ভর্তি করা হয় ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে। জানা গিয়েছে অগ্ন্যাশয়ের সমস্যা থেকেই অসুস্থ হয়ে পড়েছেন সিপিএমের এই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রবীনবাবুর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত আইসিইউতেই রাখা হয়েছে এই সিপিএম নেতাকে।

সিপিএমের যুব সংগঠন থেকেই রাজনীতিতে আসা রবীনবাবুর। ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক। ডিলিমিটেশনের আগে বালিগঞ্জ বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। বিধানসভায় বাম পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও ২০১৬ সালের বিধানসভা ভোটে সিঙ্গুরে দাঁড়িয়ে হারতে হয়েছিল তাঁকে।

You might also like