
দ্য ওয়াল ব্যুরো: মর্গের কুলার খারাপ। সেখানে রয়েছে তেরোটা বেওয়ারিশ লাশ। তার দুর্গন্ধে নাজেহাল বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পুরাতন ভবনের প্রসূতি বিভাগ। এই বিভাগের পাশের মর্গে খারাপ হয়েছে কুলার। তাই দুর্গন্ধে দম নেওয়া মুশকিল হয়ে পড়েছে প্রসূতি থেকে ওই বিভাগের সঙ্গে যুক্ত চিকিৎসক ও অন্য কোনও কর্মী।
সম্প্রতি বোলপুর মহকুমা প্রশাসন একটি দেহ সৎকারের কথা বললেও বাকি দেহগুলি সৎকারের ব্যাপারে কোনও কিছু এখনও বলা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা এব্যাপারে ভারপ্রাপ্ত হাসপাতাল সুপার দীপ্তেন্দু দত্তর কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন। এই অবস্থায় তাঁদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে বলে তাঁরা জানিয়েছেন।
মর্গে কুলার খারাপ হয়ে যাওয়ায় প্রচণ্ড গরমে দেহগুলি পচতে শুরু করেছে। এর ফলে রোগী, রোগীর পরিবার, স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসক – সবাই ভুগছেন। এক কুলার মিস্ত্রিকে ডাকা হয় প্রশাসনের তরফে। তবে তিনি জানিয়ে দেন দেহগুলি না সরালে দুর্গন্ধে কোনও কাজ করা যাবে না। অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করতে দেখা যায়নি। এই ১৩টি দেহের মধ্যে পুলিশকর্মীর দেহ রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের দেহ রয়েছে এবং বেওয়ারিশ লাশও রয়েছে।
হাসপাতালের সুপার দীপ্তেন্দু দত্ত বলেছেন, “যত তাড়াতাড়ি সম্ভব আমরা যন্ত্র ঠিক করে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছি।”