
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুর ফকিরতলা এলাকায়। ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস আগে। স্থানীয় প্রণয় সরকার নামের এক বাসিন্দা তাঁর বাড়ির পাশের এক জায়গাকে কেন্দ্র করে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ান। সেই সময় দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয় বারোয়ারি পুজোর ভোগের ঘর তৈরি করার জন্য জায়গা দেবেন প্রণয়।
সেই আলোচনা অনুযায়ী দুর্গাপুজোর শেষে বৃহস্পতিবার ভোগের ঘর তৈরি করতে গেলে ফের বিবাদ বাঁধে বলে খবর। ভোগের ঘর তৈরি করতে গেলে আচমকা প্রণয় ও তাঁর লোকজন এসে তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় যুবক আহত হন বলে খবর। এই সংঘর্ষে মহিলারাও বাদ যাননি বলে অভিযোগ। তাঁদেরও মারধর করা হয়।
জানা গিয়েছে, ঘটনার পরে আহতদের উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পরেই প্রণয় সরকার ও তাঁর লোকদের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবারের লোকেরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।