Latest News

দু’বছর বন্ধ থাকার পরে আলুর ভরা মরসুমে হিমঘর খুলল রায়নায়

পুরনো যন্ত্রপাতি ব্যবহার করে যাওয়া ও পরিচালন ব্যবস্থায় ত্রুটির জন্য এটি বন্ধ হয়ে যায়

দ্য ওয়াল ব্যুরো: আলু ওঠার ভরা মরসুমে খুলে গেল বন্ধ থাকা পূর্ব বর্ধমানের রায়না সমবায় হিমঘর লিমিটেড। আগের চেয়ে ধারণ ক্ষমতা বেড়েছে এর। এই হিমঘরটি টানা দু’বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। প্রতি বছর লোকসান হত বলে সমবায় পরিচালিত হিমঘরটি বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালকরা। তখন এলাকার চাষিরা সমস্যায় পড়ে যান। পরে দেখা যায়, পুরনো যন্ত্রপাতি ব্যবহার করে যাওয়া ও পরিচালন ব্যবস্থায় ত্রুটির কারণেই এই হিমঘরটি বন্ধ হয়ে গিয়েছে।

এলাকার চাষিরা চাইছিলেন যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক এটি। তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। মূলত তাঁর উদ্যোগেই রায়নার পাষণ্ডায় হিমঘরটি এত দিনে চালু হল। এলাকার ব্যবসায়ী গফুর আলি খান হিমঘরটি লিজ নিয়ে খোলার সিদ্ধান্ত নেন।

এই হিমঘরটিতে আগে ৮০ হাজার বস্তা আলু মজুত করে রাখা যেত। দায়িত্ব নিয়ে গফুর আলি খান জানান, এবছর এক লক্ষ বস্তার বেশি আলু মজুদ রাখা যাবে এই হিমঘরে। তাঁর আশা, আগামী বছরে হিমঘরে আরও একটি চেম্বার খোলা যাবে। তখন আলু মজুতের পরিমাণ আরও বেড়ে যাবে।

জেলায় রায়না, জামালপুর ও মেমারিতে প্রচুর পরিমাণে আলুর ফলন হয়। আলুর তোলার এটাই ভরা মরসুম। হিমঘর খুলে যাওয়ায় এলাকার আলুচাষিরা খুশি।

You might also like