
এলাকার চাষিরা চাইছিলেন যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক এটি। তাঁদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। মূলত তাঁর উদ্যোগেই রায়নার পাষণ্ডায় হিমঘরটি এত দিনে চালু হল। এলাকার ব্যবসায়ী গফুর আলি খান হিমঘরটি লিজ নিয়ে খোলার সিদ্ধান্ত নেন।
এই হিমঘরটিতে আগে ৮০ হাজার বস্তা আলু মজুত করে রাখা যেত। দায়িত্ব নিয়ে গফুর আলি খান জানান, এবছর এক লক্ষ বস্তার বেশি আলু মজুদ রাখা যাবে এই হিমঘরে। তাঁর আশা, আগামী বছরে হিমঘরে আরও একটি চেম্বার খোলা যাবে। তখন আলু মজুতের পরিমাণ আরও বেড়ে যাবে।
জেলায় রায়না, জামালপুর ও মেমারিতে প্রচুর পরিমাণে আলুর ফলন হয়। আলুর তোলার এটাই ভরা মরসুম। হিমঘর খুলে যাওয়ায় এলাকার আলুচাষিরা খুশি।