Latest News

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, টিটাগড়ে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু একজনের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর চব্বিশ পরগনা: ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল।একদিকে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে তুমুল বোমাবাজির ঘটনা ঘটল। অন্যদিকে টিটাগড়ে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল একজনের। জখম আরও এক। দুটি ঘটনাই মঙ্গলবার রাতের।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের জগদ্দলের মেঘনা মোড়ে মঙ্গলবার রাতে পরপর বোমাবাজি করা হয় বলে অভিযোগ । এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট বাহিনী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকজনকে তল্লাশি করতে শুরু করে এবং মারধর করে বলে অভিযোগ। সেই সময় অর্জুন বাড়িতেই ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি পুলিশের কাছে জানতে চান বিনা অপরাধে কেন সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে?

এক কথা দুকথায় পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন ব্যারাকপুরের সাংসদ। বেশ খানিকক্ষণ তর্ক-বিতর্ক হওয়ার পর, পুলিশ সেখান থেকে চলে যায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

অন্যদিকে রহড়া থানার অন্তর্গত টিটাগড় জিসি রোড ভাগাড়ের কাছে এক জায়গায় বোমা তৈরি করার সময় মঙ্গলবার গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজন যুবককে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহাকুমা হাসপাতাল নিয়ে আসে। আঠাশ বছর বয়সী রাজকিশোর যাদব নামের এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এমনিতেই ব্যারাকপুর মহকুমার ভোট নিয়ে কমিশন বাড়তি নজরদারি রাখতে বলেছে। তারমধ্যেই এই ঘটনা দেখে অনেকেই বলছেন, বারুদের স্তূপের উপর রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল।

You might also like