Latest News

অন্ডালে কয়লাখনিতে দুর্ঘটনা, চাঙড় চাপা পড়ে মৃত ১ শ্রমিক, আহত আরও ৩

দ্য ওয়াল ব্যুরো: অন্ডালের কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। কয়লার চাঙড় চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন শ্রমিক।

খনি দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরাশকোল কোলিয়ারি এলাকায়। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটেছে। কর্মরত অবস্থাতেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে চাঙড়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল গোপ নামে এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরও ৩ শ্রমিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শ্রমিকের মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন ওই কলিয়ারিতে কর্মরত বাকি শ্রমিকরা। তাঁদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের উদাসীন মনোভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বারবার কর্তৃপক্ষকে জানালেও খনিতে কাজ করার সময় শ্রমিকদের জন্য কোনও নিরাপত্তার ব্যবস্থাই করেনি ইসিএল। কয়লা কাটার পর সেই জায়গায় বালি ভরাট করার কথা থাকলেও তা করা হয় না। দিনের পর দিন এই অনিয়ম চলতে থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। কিন্তু সচেতনতার কোনও বালাই নেই।

গতকাল সকালে দুর্ঘটনার পর বিকেল পর্যন্ত কোনও ইসিএল আধিকারিক ঘটনাস্থলে না আসায় বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। তাঁরা জানিয়েছেন, আজ থেকে কোলিয়ারিতে কাজ বন্ধ থাকবে। যতদিন না খনিতে কাজ করার জন্য শ্রমিকদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ততদিন কাজ চালু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। এবং মৃত শ্রমিকের পরিবারের একজনকে ইসিএল কর্তৃপক্ষ যাতে দ্রুত চাকরিতে নিয়োগ করে সেই দাবিও জানানো হয়েছে।

You might also like