Latest News

চা-বাগান থেকে উদ্ধার ৪ হাজার লিটার চোলাই মদ, ম্যারাথন অভিযান জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো: চা গাছের ঝোপে লুকিয়ে রাখা চোলাই মদ উদ্ধার করলো যৌথ বাহিনী। বেআইনি মদের কারবার এলাকায় রমরমিয়ে বাড়ছে এ খবর আগেই ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে জলপাইগুড়ি আবগারি দফতর এবং বেলাকোবা ফাঁড়ি। বুধবার তাদের যৌথ অভিযানে প্রায় চার হাজার লিটার চোলাই উদ্ধার হয়েছে।

আজ সকালে রাজগঞ্জের বিভিন্ন চা বাগান এবং শিকারপুর জঙ্গল লাগোয়া একাধিক চোলাই মদের ঠেকে হানা দেয় জলপাইগুড়ি আবগারি দফতরের কর্তারা। সঙ্গে ছিল বেলাকোবা থানার পুলিশ। উদ্ধার হয় চার হাজার লিটার চোলাই মদ। সব মদ নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই আবগারি দপ্তরের কাছে খবর ছিল রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নাগপুর, শিকারপুর-সহ বিভিন্ন জায়গায় চা বাগানের ঝোপের মধ্যে এবং জঙ্গলের ভিতরে অবৈধ ভাবে চোলাই মদ তৈরি করেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বাগে আনতেই এ দিন অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা।

এই ঘটনায় জলপাইগুড়ি আবগারি দফতরের আধিকারিক সুশান্ত বক্সি জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে রাজগঞ্জ থানার অধীনে থাকা বেলাকোবা ফাঁড়ির পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়েছিল। অভিযানে প্রায় চার হাজার লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু চোলাই মদ তৈরির সরঞ্জাম। তবে চোলাই মদের কারবারিরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আগামী দিনে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন সুশান্তবাবু।

You might also like