Latest News

মালদায় জাতীয় সড়কে অটো-বাইকের মুখোমুখি ধাক্কা, মৃত ৪, গুরুতর আহত ১

দ্য ওয়াল ব্যুরো, মালদাঃ জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হল একটি অটো ও একটি বাইকের। এই সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন একজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের উপর যান চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে মালদার সামসির কাছে শ্রীপুর মিলনপ্ললি এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। সামসি গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে দুই মহিলা, এক যুবক ও এক কিশোর রয়েছে। তাঁদের নাম তাসলিমা বিবি (৩০), শুকরি বিবি (৪০), মোজাম্মেল হক (২১) ও শেখ আসলাম (১২)। এদের মধ্যে তাসলিমা, শুকরি ও শেখ আসলামের বাড়ি হরিশ্চন্দপুর ১ নম্বর ব্লকের গাংনদিয়া গ্রামে। মোজাম্মেলের বাড়ি সামসির ভগবানপুর গ্রামে। সেই গ্রামেরই রিজু মণ্ডল (২৪) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গাংনদিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা একটি অটোতে করে পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে একটি বাইকে করে দু’জন শ্রীপুরের দিক থেকে সামসির দিকে আসছিলেন। ৮১ নম্বর জাতীয় সড়কের উপর শ্রীপুর মিলনপল্লির কাছে অটো ও বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। বাইকটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বাইক চালক মোজাম্মেল হকের মৃত্যু হয়। পিছনে বসে থাকা রিজু মণ্ডল সংজ্ঞা হারান।

অন্যদিকে ধাক্কা লাগার পরে যাত্রী-সহ অটোটিও উলটে যায়। অটোর দুই যাত্রী তাসলিমা বিবি ও শুকরি বিবির ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শেখ আসলামের। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে এসে পৌঁছন স্থানীয়রা। তাঁরাই সবাইকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। রিজুকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। বাইক ও অটোটি তুলে নিয়ে যান তাঁরা। এই ঘটনায় জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খারাপ রাস্তার দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অটো ও বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পেরেই মুখোমুখি এই দুর্ঘটনা ঘটেছে।

You might also like