
এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’লক্ষ ৩১ হাজার ১৮২ জন। তাঁদের মধ্যে সেরে উঠেছেন দু’লক্ষ দু’হাজার ৩০ জন। রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ৪৮৩ জনের। এই মুহূর্তে কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৪` হাজার ৯৭১ জনের শরীরে।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতাই। মহানগরে একদিনে নতুন আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন। উত্তর ২৪ পরগনায় নতুন কোভিড আক্রান্তের সংখ্যা ৫৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় হুগলির সংক্রমণ প্রায় ২০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১৯৬ জন। উল্লেখযোগ্য হল, গত কয়েক দিন প্রায় রোজই পশ্চিম মেদিনীপুরে ২০০-র বেশি নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলছিল। এদিনের বুলেটিন বলছে পশ্চিম.মেদিনীপুরে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। যদিও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের হার ২০০-র বেশিই বজায় রয়েছে।
তা ছাড়া হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার মতো জেলা গুলিতে ১০০-র বেশি করে মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন একদিনে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে ৪৫ হাজার ৪৪৭টি।