Latest News

হুগলি নদীতে স্নান করতে নেমে অঘটন, তলিয়ে যাওয়ার আগে কোনওমতে উদ্ধার ৩, নিখোঁজ ১

দ্য ওয়াল ব্যুরো: বোধনের দিনেই বিপত্তি। হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে চার শিশু। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। তার সন্ধানে তল্লাশি চলছে নদীতে। জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার পূজালি পুরসভার কাছে খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিন জন আপাতত সুস্থ রয়েছে। এদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মহাষষ্ঠীর সকালে ন’টা নাগাদ পূজালি খেয়াঘাটের কাছে হুগলি নদীতে স্নান করতে নামে চারজন কিশোর-কিশোরী। স্থানীয় সূত্রে খবর এদের সকলেরই বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই খেয়াঘাটের দিক থেকে চিৎকার শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে দেখেন স্রোতে তলিয়ে যাচ্ছে চারজন। তাদের উদ্ধার করতে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। দুই কিশোরী ও এক কিশোরকে উদ্ধার করেছন তাঁরা। কিন্তু ততক্ষণে তলিয়ে গিয়েছে আরও একজন। নিখোঁজ ওই কিশোরের খোঁজেই এখন তল্লাশি চলছে। নৌকা নিয়ে তল্লাশি চালাচ্ছে পূজালি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরিকে। প্রয়োজনে তল্লাশির জন্য নদীতে ডুবুরি নামিয়ে অভিযান হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, পূজালি খেয়াঘাটের কাছে নদীর ওই অংশে স্রোতে মারাত্মক ঘূর্ণি রয়েছে। ফলে দুর্ঘটনার সময় ভাটা থাকলেও ওই ঘূর্ণির মধ্যে পড়ে যায় এই চারজন। তারপর তলিয়ে যেতে থাকে। পুজো শুরুর দিনে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে এই কিশোর-কিশোরীদের সকলের বাড়ি পূজালি পুরসবার ২ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকার পালপাড়ায়। পুলিশ সূত্রে খবর, যে ছেলেটি নিখোঁজ রয়েছে তার বয়স মাত্র ৭ বছর। তার নাম আবদুল সামাদ। এলাকায় রোহিত নামেই পরিচিত ছিল এই কিশোর। উদ্ধার হওয়া তিনজন  সুমাইয়া খাতুন ও সাজিদা খাতুন নামের দুই কিশোরী এবং সুমন পাল নামের এক কিশোর রোহিতের বন্ধু। রোজই তারা ওই জায়গায় স্নান করতে যেত। কিন্তু উৎসব শুরুর দিনেই ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা।

You might also like