
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জামুড়িয়ায় করোনায় আক্রান্ত এক যুবকের মৃত্যুতে এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছেন। ওই যুবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হলেও প্রতিবেশীরা সে কথা মানতে চাইছেন না। মৃতের বাড়ি যে এলাকায় সেই এলাকা স্যানিটাইজ করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলায় রানিগঞ্জের পর এ বার জামুড়িয়া। এই প্রথমবার জামুড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। মৃত বছর পঁয়ত্রিশের ওই যুবক জামুড়িয়া থানার অন্তর্গত পড়াশিয়া কোলিয়ারির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন ওই যুবক। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসায় বুধবার তাঁকে দুর্গাপুরের বিশেষ কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর।
এখনও পর্যন্ত জামুড়িয়া এলাকায় ৩৫ জন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। মৃত্যুর ঘটনা অবশ্য এই প্রথম। জামুড়িয়ার বাহাদুরপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক রাজেশ কুমার জানান, “ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন ঠিকই তবে ওই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার পুরো এলাকা স্যানিটাইজ করা হবে।”
আসানসোল জেলা হাসপাতালে সোয়াব পরীক্ষায় গত চব্বিশ ঘণ্টায় ১৪ জনের করোনা পজিটিভ এসেছে বলে বৃহস্পতিবার রাতে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। তার মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা একজন রোগীও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যারাত পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে করোনা সন্দেহে ১৮ জন ভর্তি ছিলেন
গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। নতুন করে ২৮ জন আক্রান্ত হওয়ায় জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। তার ফলে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪৯৫ জন। মৃত্যু হয়েছে ন’জনের। জেলায় এখনও করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮২।
অন্য বেশ কয়েকটি জেলার নিরিখে পশ্চিম বর্ধমানের অবস্থা তুলনায় ভাল। তা সত্ত্বেও এখানে পুলিশ প্রশাসন লকডাউনের দিনগুলিতে কঠোর অবস্থানই নিচ্ছে। নিয়ম ভাঙলে গ্রেফতার পর্যন্ত করছে। বিভিন্ন পুর এলাকায় দুপুরের পর থেকে লকডাউন চলছে।