Latest News

বাংলায় ছোটদের স্কুলও খুলে গেল, এবার ক্লাসরুমে সব্বাই

দ্য ওয়াল ব্যুরো: খুলে দেওয়া হল ছোটদের প্রাইমারি স্কুলও। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক সমস্ত স্কুল খুলে যাচ্ছে। এই মর্মে সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ফলে এবার ক্লাসরুমে ফিরছে সক্কলে।

দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। অনলাইনেই পড়াশোনা চলছিল কচিকাঁচাদের। বড়দের স্কুল খুললেও ছোটরা বহুদিন ক্লাসরুমের মুখ দেখেনি। বন্ধু-বান্ধবদের সঙ্গেও দেখা সাক্ষাৎ নেই বহুদিন। স্কুল খোলায় বাচ্চাদের মুখে হাসি ফুটবে এবার।

সোমবার কোভিড বিধিনিষেধ শিথিল করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে আগামী বুধবার ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খুলে যাবে। এ বিষয়ে খুব শিগগিরই স্কুল শিক্ষা দফতরের কাছে প্রয়োজনীয় নির্দেশিকা যাবে।

এছাড়া সমস্ত আইসিডিএস সেন্টার খুলে যাচ্ছে। রাজ্যজুড়ে যে নাইট কার্ফু চলছে তার সময়সীমাও এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে রাত ১২টা থেকে ভোর ৫টা অবধি নাইট কার্ফু চলবে। সেই সময়ের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য চলাফেরা নিষিদ্ধ। এছাড়া বিমানযাত্রার বিধিও শিথিল করা হয়েছে। বাইরে থেকে এ রাজ্যে যাঁরা আসছেন, তাঁদের যদি দুটি ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকে তবে আর আরটিপিসিআর টেস্ট প্রয়োজন হবে না।

কোভিড পরিস্থিতি এ রাজ্যে আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। রোজকার সংক্রমণের সংখ্যাও কমে এসেছে আগের চেয়ে। সেই কারণেই এবার ছোটদের স্কুলও খুলে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই বিধিনিষেধ আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর করা হচ্ছে।

You might also like