
স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে–
কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এলেই থাকতে হবে হোম আইসোলেশনে।
আইসোলেশনে কারা থাকবেন–উপসর্গহীন বা মৃদু উপসর্গ থাকলেও হোম আইসোলেশনে থাকতে হবে।
কোমর্বিডিটি থাকলে বিশেষ নজর দিতে হবে। কোমর্বিডিটির রোগী উপসর্গহীন হলেও থাকতে হবে আইসোলেশনে।
মৃদু উপসর্গ যেমন শুকনো কাশি, স্বাদ বা গন্ধ হারানো, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা, দুর্বলতা, গায়ে হাত পায়ে ব্যথা ও ডায়ারিয়া থাকলে আইসোলেশনে থাকতে হবে।
জ্বর, শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুরেশন ৯৪% বা তার বেশি, মানসিকভাবে স্থিতিশীল, সিস্টোলিক প্রেসার ১০০ বা তার বেশি, শ্বাসের হার মিনিটে ২৪ এর কম।
হোম আইসোলেশনের নিয়ম– মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব বজায় রাখা, সর্দি-কাশি থেকে ড্রপলেট ছড়াতে না দেওয়া।
জ্বর বা গায়ে ব্যথা হলে প্যারাসিটামল খেতে হবে।
প্রয়োজনে অ্যান্টিহিস্টামিনিক ও কোষ্ঠকাঠিন্য থাকলে ল্যাক্সেটিভ খাওয়া যেতে পারে।
বুডেসোনাইড ৮০০ ইনহেলার দিনে দু’বার করে পাঁচদিন নিতে হবে।
মৃদু সংক্রমণে স্টেরয়েড নেওয়া যাবে না।