Latest News

মে-জুন মাসেই দেশে চলে আসছে রুশ টিকা স্পুটনিক ভি, দাম কত পড়বে জানেন?

দ্য ওয়াল ব্যুরো: দেশের করোনা পরিস্থিতি দেখে তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। রুশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে দেশে এই টিকার উৎপাদন করছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। সংস্থার তরফে জানানো হয়েছে, রুশ টিকার সেফটি ট্রায়ালের রিপোর্টও পাশ করে গেছে। আগামী মে-জুন মাসের মধ্যে টিকা দেশের বাজারে চলে আসবে।

ডক্টর রেড্ডিসের ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ জানিয়েছেন, অন্যান্য বিদেশি ভ্যাকসিনের তুলনায় রুশ টিকার দাম কম রাখারই চেষ্টা করা হচ্ছে। আপাতত দেশের বাজারে এই টিকার একটি ডোজের দাম পড়বে ৭৫০ টাকা।

দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে টিকাকরণে গতি আনার কথাই বলেছে কেন্দ্রীয় সরকার। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকেই টিকার ডোজ দেওয়া হবে। বিপুল পরিমাণ উৎপাদন না হলে টিকার ভাঁড়ারে টান পড়তে পারে। তাই সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পাশাপাশি রুশ টিকার বিতরণও শুরু হবে দেশে। সরকারি ও বেসরকারি হাসপাতালে সেরামের টিকা ডোজ প্রতি দাম পড়বে যথাক্রমে ৪০০ ও ৬০০ টাকা। কেন্দ্রীয় সরকারকে ডোজ প্রতি ১৫০ টাকায় টিকা বেচবে সেরাম।

রাশিয়ার স্পুটনিক ভি টিকার ট্রায়াল চালাচ্ছিল হায়দরাবাদের ভ্যাকসিন নির্মাতা সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। সংস্থার তরফে জানানো হয়েছিল, এই টিকার ট্রায়ালের ফল বেশ ভাল। গত ১ এপ্রিল ডক্টর রেড্ডিসের ভ্যাকসিন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অধীনস্থ ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ (এসইসি)। রুশ টিকার সেফটি ট্রায়াল ও স্বেচ্ছাসেবকদের শরীরে এই টিকার ডোজের প্রভাব কেমন, সে বিষয়ে খুঁটিনাটি তথ্য জমা করতে বলা হয়েছিল রেড্ডিস ল্যাবকে। সেই তথ্য খতিয়ে দেখেই আজ টিকাতে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্পুটনিক টিকা তৈরি করেছে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্ট ফান্ডের তত্ত্বাবধানে ভারতে এই টিকার উৎপাদন ও বিতরণের জন্য চুক্তি হয়েছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির সঙ্গে।  স্পটনিক ভি টিকা টানা দু’বছর করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবে বলে দাবি রুশ সংস্থার।

You might also like