
অক্সিজেন লাগবে? ডাক পড়লেই হাসপাতাল, বাড়ি, কোভিড সেন্টারগুলিতে ছুটছে আনন্দ মাহিন্দ্রার ট্রাক
কেন্দ্রীয় সরকারের অক্সিজেন এক্সপ্রেসের মতো অক্সিজেন-ট্রাকের পরিষেবা চালু করে দিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। শনিবার ১ মে থেকে মহারাষ্ট্রের নানা এলাকায় মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করছে মাহিন্দ্রার ২০টি বোলেরো ট্রাক। পুণে, চাকান এলাকার হাসপাতাল, নার্সিংহোম, কোভিড সেন্টারে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। আনন্দ জানিয়েছেন, ঠাণে, নাসিক, নাগপুরেও অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ৭৫ থেকে ৮০টি বোলেরো ট্রাক তৈরি রাখা হয়েছে।
Today, Oxygen is the key to reducing mortality. The problem is not of oxygen production but its transportation from producing plants to hospitals & homes. We’re attempting to bridge this gap with “Oxygen on Wheels” a project implemented via Mahindra Logistics (1/5) pic.twitter.com/Cj0CkrfYRo
— anand mahindra (@anandmahindra) May 1, 2021
I made a commitment to @CMOMaharashtra on Tuesday & in just 48 hours the @Mahindralog_MLL team launched the program in Pune & Chakan with 20 Boleros. 61 Jumbo cylinders have already been delivered to 13 hospitals in urgent need. I’m deeply grateful to the team. (3/5) pic.twitter.com/r6s8TyquQv
— anand mahindra (@anandmahindra) May 1, 2021
টুইট করে আনন্দ মাহিন্দ্রা বলেছেন, “দেশে এখন অক্সিজেনের চাহিদাই সবচেয়ে বেশি। উৎপাদন হলেও অক্সিজেন পৌঁছে দেওয়ার পরিষেবা নেই। বিভিন্ন হাসপাতাল, কোভিড সেন্টার এমনকি বাড়িতে থেকে চিকিৎসা হচ্ছে যে কোভিড রোগীদের তাঁদেরও মেডিক্যাল অক্সিজেন দরকার। তাই উৎপাদন কেন্দ্রগুলি থেকে সরাসরি অক্সিজেন গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প শুরু করা হয়েছে। অক্সিজেন অন হুইলস সেতুর মতো কাজ করছে।“ আনন্দ বলেছেন, মাহিন্দ্রা লজিস্টিকসের উদ্যোগে এই প্রকল্পের কাজ চলছে। উৎপাদন ও রিফিলিং কেন্দ্র থেকে সরাসরি হাসপাতালে ও বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে মেডিক্যাল অক্সিজেন। এর জন্য অপারেশন কন্ট্রোল সেন্টারও বানানো হয়েছে।
মুম্বই, ঠাণে, নাসিকের ১৩টি হাসপাতালে অক্সিজেন পাঠানোর জন্য ৬১টি জাম্বো সিলিন্ডারেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মাহিন্দ্রা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও ৫০ থেকে ৬০টি বোলেরো ট্রাকে অক্সিজেন সিলিন্ডার ভরে পৌঁছে দেওয়া হবে হাসপাতালগুলিতে।