মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত শিশুর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই শিশু আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে এসেছিল। সেখানেই পরীক্ষায় ধরা পড়েছিল সাত বছরের একরত্তির শরীরে বাসা বেঁধেছে ওমিক্রন। শুরু হয়েছিল তুমুল শোরগোল।
মালদহে এক আত্মীয়ের বাড়িতেই আইসোলেশনে ছিল ওই শিশু। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
ওই শিশুর পরিবারের আরও বেশ কয়েকজনের কোভিড ধরা পড়েছিল। তাঁদের সকলের রিপোর্টই নেগেটিভ বলে জানিয়েছেন পাপড়ি নায়েক। তবে রিপোর্ট নেগেটভ এসেছে বলেই এখনই শিশুটিকে ছেড়ে দেওয়া হচ্ছে না। হাসপাতালেই রয়েছে সে। তার সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন তাঁদের অনুসন্ধান চলছে। শিশুটি আপাতত ভাল আছে বলেই জানিয়েছে স্বাস্থ্য মহল। পরিবারের বাকিরাও ওই হাসপাতালেই রয়েছে আইসোলেশনে।