Latest News

সকাল থেকেই বৃষ্টি শহরে, কেমন থাকবে সারাদিন

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই বৃষ্টি শুরু শহর জুড়ে। শুধুমাত্র কলকাতা নয়। বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল মঙ্গলবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। কিন্তু সেটা হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। কারণ নিম্নচাপ অক্ষরেখা সরে গিয়েছে ওড়িশার দিকে৷ ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷

সকাল থেকেই অবশ্য কয়েক পশলা বৃষ্টির পরেই রোদের ঝলক দেখছে কলকাতাবাসী। তবে সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অফিস যাওয়ার সময় ভিজে গিয়েছেন অনেকেই। কিন্তু ভ্যাপসা গরমে থেকে আপাতত খানিক রেহাই পেয়েছেন শহরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সারাদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হলেও উত্তরের পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে ওড়িশাতে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী দু’দিন অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

You might also like