
ব্রাহ্মস সুপারসনিক মিসাইলের নিক্ষেপ সফল, চিনকে বার্তা দিতে শক্তি পরীক্ষা ভারতের
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখ সীমান্তে শান্তি ফিরিয়ে আনার জন্য চিনের সঙ্গে নতুন করে সেনা কম্যান্ডার পর্যায়ের কথাবার্তা চলছে। এর মধ্যেই এস-৪০০ মিসাইল সিস্টেম এসেছে ভারতের হাতে। একদিনে চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহ অন্যদিকে নিয়ন্ত্রণরেখায় প্রায় প্রতিদিনই গোলাগুলি চলছে। চিন ও পাকিস্তানকে বার্তা দিতে ফের ক্ষেপণান্ত্রের পরীক্ষা করল ভারত। শব্দের চেয়েও দ্রুতগামী শক্তিশালী ব্রাহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)।
বিশাখাপত্তনমের টেস্টিং গ্রাউন্ড থেকে ব্রাহ্মস মিসাইলের নিক্ষেপ সফল হয়েছে। ডিআরডিও জানিয়েছে, একেবারে নিশানায় গিয়ে আঘাত হেনেছে মিসাইল।
রাশিয়া যে মাঝারি পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল বানিয়েছিল, দেশীয় প্রযুক্তিতে তারই উন্নত সংস্করণ হল ব্রাহ্মস। শব্দের চেয়ে দ্রুত গতি। যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন থেকে হেলিকপ্টার, অ্যাটাক কপ্টার তার ত্রিসীমানায় আসা শত্রুপক্ষের যে কোনও সামরিক অস্ত্রকে নিমেষে ধ্বংস করতে পারে ব্রাহ্মস। ভূমি, আকাশ, জল তিন জায়গায় থেকেই ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। এর বেগ এতটাই বেশি যে একবার টার্গেটের দিকে ধাওয়া করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব।
ভারতের সশস্ত্র বাহিনীর হাতে থাকা ব্রাহ্মস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। এটি সারফেস-টু-সারফেস, এয়ার-টু-সারফেস এবং যুদ্ধজাহাজ থেকেও ছোড়া যায়। ল্যান্ড লঞ্চড, শিপ লঞ্চড ও এয়ার লঞ্চড ভ্যারিয়ান্ট রয়েছে। প্রতিরক্ষার তিন স্তম্ভ স্থলবাহিনী, বায়ুসেনা ও নৌবাহিনীর হাতে রয়েছে ব্রাহ্মস। এর গতি ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার। ব্রাহ্মসের হাইপারসনিক ভার্সন ব্রাহ্মস-২ নিয়ে কাজ শুরু হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র আগে ২৯০ কিলোমিটার পাল্লা অবধি নিক্ষেপ করা যেত। অর্থাৎ ২৯০ কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনও টার্গেটে নির্ভুল নিশানা করতে পারত ব্রাহ্মস। পরে এর পাল্লা বাড়িয়ে ৪০০ কিলোমিটার করা হয়। এই পাল্লার ল্যান্ড অ্যাটাক ভার্সনও আছে আবার ন্যাভাল ভার্সনও আছে। তবে সাম্প্রতিক সময়ের বিচারে ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানোর প্রয়োজন পড়েছে।
গত বছর ব্রাহ্মসের নতুন ভ্যারিয়ান্টের পাল্লা বাড়িয়ে ৫০০ কিলোমিটার করেছিল ভারত। বর্তমানে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রুজ মিসাইলের পাল্লা ৬০০ কিলোমিটারের বেশি রাখার চেষ্টা করার হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ব্রাহ্মসের নতুন প্রজন্ম শুধু দুরন্ত গতিতে ছুটবেই না একেবারে লক্ষ্যবস্তুর নাকের ডগায় গিয়ে আঘাত করবে।