Latest News

তালিবান ভারত চালাচ্ছে, আমরা হিন্দুস্থানের পক্ষে: মমতা

দ্য ওয়াল ব্যুরো: এই কয়েক দিন আগের কথা। তখনও বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদে রয়েছেন দিলীপ ঘোষ। সেই সময়ে মেদিনীপুরের সাংসদ বলেছিলেন, বাংলায় তালিবানি শাসন চলছে।

শুক্রবার ভবানীপুর উপনির্বাচনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, দেশটা তালিবানরা চালাচ্ছে। আমরা হিন্দুস্থানের পক্ষে।

গত সন্ধ্যায় মমতার সভা ছিল পিজি হাসপাতালের ঠিক পিছনে। বলবন্ত সিং ধাবার সামনে। সেই সভা থেকে মমতা এও বলেন, ভবানীপুরই আগামী ভারতের ভবিষ্যৎ লিখবে। ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন, তাঁকে মুখ্যমন্ত্রী থাকতে গেলে ছ’মাসের মধ্যে ভোটে জিততেই হতো। তাই তিনি ভবানীপুরে লড়ছেন। এই ভবানীপুর হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ—সব ধর্মের মানুষের সহাবস্থান। মিনি ভারতবর্ষ। আর এই লড়াইয়ের উপরেই নির্ভর করছে ভারতের আগামী লড়াই।
নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে মমতা বলেন, দেশে কোনও আইন নেই। অসমে যে ভাবে মানুষকে গুলি করে মেরে দেহের উপর উঠে নাচছে তা লজ্জা। দেশের সামগ্রিক পরিস্থিতিকে তালিবানি শাসন হিসেবে বর্ণনা করেন দিদি।
পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ভোটেও বিজেপি মেরুকরণকেই কৌশলে ব্যবহার করছে। প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রতিদিন যে প্রচার করছেন সেখানে সঙ্গী থাকছে খোল, করতাল, ঢাক। তাঁদের বক্তব্য, হিন্দু অধ্যুষিত অঞ্চলে মমতাও বলতে চাইলেন, ভারতেও বিজেপির শাসনে তালিবানি রাজ চলছে।

ভবানীপুরের প্রচারকে যে বিজেপি বড় ক্যানভাসে আঁকতে চাইছে তা আগেই স্পষ্ট হয়েছে। শিখ পাড়ায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিকে প্রচারে নামানো, বাঙালি বনেদি পাড়ায় রূপা গঙ্গোপাধ্যায়ের প্রচারের মধ্যে কৌশলই দেখছিলেন পর্যবেক্ষকরা। মমতাও এই ভোটকে হালকা ভাবে নিচ্ছেন না। পর পর সভা করছেন। চোখা চোখা শব্দে আক্রমণ শানাচ্ছেন।

You might also like