Latest News

বিজেপিতে ‘হোয়াটসঅ্যাপ সংক্রমণ’, এবার বিধায়কদের গ্রুপ ছাড়লেন হিরণ

দ্য ওয়াল ব্যুরো: খড়গপুর থেকে গত বিধানসভা নির্বাচনে জিতেছেন হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু করোনা আবহে গেরুয়া শিবিরে যেন হানা দিয়েছে অন্য সংক্রমণ। তার জেরেই এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন হিরণও। দেখেশুনে অনেকেই বলছেন, এ বোধহয় বিজেপির ‘হোয়াটসঅ্যাপ সংক্রমণ’।

গত কয়েকদিনে বিজেপির একাধিক জেলার একাধিক বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন। তাঁরা সকলেই মতুয়া সম্প্রদায়ভুক্ত। গেরুয়া শিবিরে মতুয়া নেতাদের যে ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিউড অভিনেতা তথা তৃণমূল থেকে বিজেপিতে আসা হিরণ চট্টোপাধ্যায়।

তবে কেন হিরণ গ্রুপ ছাড়লেন তা পরিষ্কার নয়। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, খড়গপুর বিধানসভা এলাকায় হিরণের সঙ্গে দলের কিছু নেতার মতানৈক্য তৈরি হয়েছিল। সেই কারণেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন তিনি। হিরণের এই হোয়াটসঅ্যাপ ত্যাগ বড় কোনও ইঙ্গিত কিনা, আগামীদিনে দল ছাড়ার সিদ্ধান্ত তিনি নেবেন কিনা তা স্পষ্ট নয়।

You might also like