
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই পাচ্ছেন না দক্ষিবঙ্গবাসী। বরং আগামী ২৪ ঘণ্টাও তীব্র গরমে নেজাহাল হতে হবে শহরবাসীকে।
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী ২৪ ঘণ্টা বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে। তবে বৃহস্পতিবার সন্ধের পর কলকাতায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সেটাও খুবই সামান্য। গরমের হেরফের এতে হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। উল্টে সকাল থেকে সারাদিন চলবে ভ্যাপসা গরম। হাঁসফাঁস করবেন শহরবাসী। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে কলকাতায় বৃষ্টি না হলেও আজ বিকেলে বাঁকুড়া, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সাময়িক স্বস্তি মিললেও গরম কমার ক্ষেত্রে এই ঝড়-বৃষ্টি কোনও প্রভাব ফেলবে না বলেই মত আবহাওয়াবিদদের। এর পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুদুয়ারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কিংবা মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই।
কিন্তু উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে আপাতত কালবৈশাখী কিংবা তুমুল বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং উষ্ণ আবহাওয়ার সঙ্গে চরম আর্দ্রতার জন্য নাজেহাল হবেন কলকাতাবাসী।