
প্রায় ১৫ টি দোকান ভস্মীভূত হয়েছে আগুন লাগার ফলে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত দোকানদার, ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।
স্থানীয়রা জানান, মিলন গিরি নামক এক ব্যক্তির দোকানে বাসা বেঁধেছিল। সেটাই কেরোসিন তেল ঢেলে, আগুন জ্বালিয়ে পোড়াতে গিয়ে বিপত্তি ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। নিমেষের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়।
স্থানীয়রা আরও বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ততোক্ষণে ভস্মীভূত হয়েছে দোকানপাট। দেরিতে আসায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।