
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় কেন্দ্র-রাজ্য সম্পর্ক কখনওই খুব একটা মধুর ছিল না। মনমোহন সিং সরকারের সঙ্গে যেমন সম্পর্কের অবনতি ঘটেছিল, তেমনই মোদী সরকারের সঙ্গে অহোরাত্র সংঘাত তো চলছেই। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ সংক্রান্ত প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎকে কেন্দ্র করে সেই পরিবেশ আরও এক প্রস্ত তিক্ত হল। তা এতটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দাম্ভিক’, রাজ্যের মানুষের কল্যাণের ব্যাপারে ‘উদাসীন’ বলে মন্তব্য করলেন কেন্দ্রের শীর্ষ কর্তারা।
তাঁদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যপাল জগদীপ ধনকড় আধ ঘণ্টা অপেক্ষা করেন। মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কাছাকাছিই ছিলেন। কিন্তু তাঁদের কেউ প্রধানমন্ত্রীকে রিসিভ করেননি। রিভিউ মিটিংয়ে স্ক্রিন লাগিয়ে প্রেজেন্টেশনের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎই ঝড়ের গতিতে এসে একটি রিপোর্ট দিয়ে চলে যান। রিভিউ মিটিংয়ে রাজ্যের কোনও অফিসার ছিল না।
Mamata Didi’s conduct today is an unfortunate low. Cyclone Yaas has affected several common citizens and the need of the hour is to assist those affected. Sadly, Didi has put arrogance above public welfare and today’s petty behaviour reflects that.
— Amit Shah (@AmitShah) May 28, 2021
আরও পড়ুন: মোদীর কাছে অর্থ চাইলেন না নবীন, বললেন কেন্দ্রের উপর কোভিড-বোঝা, ঝড়ের ক্ষতিপূরণ আমরাই সামলে নেব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সাংবাদিকদের বলেছেন, দিঘায় প্রশাসনিক বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। প্রধানমন্ত্রীকে বলেছি যে, আপনি এতদূর থেকে দেখা করতে এসেছেন, তাই আমি দেখা করতে এলাম। আমার অন্য মিটিং ঠিক রয়েছে। আমাকে যেতে হবে”।
After having review meetings in Hingalganj & Sagar, I met the Hon’ble PM in Kalaikunda & apprised him regarding the post-cyclone situation in WB. The disaster report has been handed over for his perusal. I’ve proceeded now to review the relief & restoration work at Digha.
— Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2021
ওড়িশা বা বাংলার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনের জন্য বৃহস্পতিবার দুই রাজ্যে সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশায় যেমন তিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে নিয়ে রিভিউ মিটিং করেছেন, তেমনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গেও ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করার উদ্দেশ্য ছিল তাঁর।
প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে বলা হচ্ছে, এ ধরনের বিপর্যয়ের পর বিরোধী দলনেতাদেরও বৈঠকে ডাকা প্রধানমন্ত্রী প্রথায় পরিণত করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় তা সুস্বাস্থ্যের লক্ষণ। অতীতে কেরল, কাশ্মীরেও এমনটাই হয়েছে। ওমর আবদুল্লাহ বিরোধী নেতা হিসাবেই কাশ্মীরের বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যা করেছেন, তা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বেনজির ঘটনা।
কেন্দ্রের এও বক্তব্য, এর আগে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা রাজ্যপালের ডাকা বৈঠক নিয়ে এমন সংকীর্ণ আচরণ করেননি। এই রাজনীতির আসলে ক্ষতি হবে রাজ্যের মানুষেরই।
पश्चिम बंगाल का आज का घटनाक्रम स्तब्ध करने वाला है। मुख्यमंत्री व प्रधानमंत्री व्यक्ति नहीं संस्था है। दोनों जन सेवा का संकल्प और संविधान के प्रति निष्ठा की शपथ लेकर दायित्व ग्रहण करते हैं।
— Rajnath Singh (@rajnathsingh) May 28, 2021
বাংলায় ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী এদিন ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছেন। আবার পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, যে হেতু কেন্দ্রের উপরে কোভিডের এত বোঝা, তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে কোনও অর্থ সাহায্য চাননি।
তবে এদিন প্রধানমন্ত্রী ওড়িশা ও বাংলা সফর সেরে দিল্লি ফেরার পর জরুরি ভিত্তিতে ওড়িশার জন্য ৫০০ কোটি টাকা এবং বাংলা ও ঝাড়খণ্ডের জন্য ২৫০ কোটি টাকা করে অনুদান ঘোষণা করেছেন।
When Hon PM Shri @narendramodi stands strong with the citizens of West Bengal in wake of cyclone Yaas, Mamata ji should also set aside her ego for the welfare of people. Her absence from the PM’s meeting is murder of constitutional ethos & the culture of cooperative federalism.
— Jagat Prakash Nadda (@JPNadda) May 28, 2021