
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। গত রবিবার একদিনে ২৪ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছিল। কলকাতাতেও দৈনিক আক্রান্ত আট হাজারের গণ্ডি পেরিয়েছে। গতকাল ছিল সাত হাজারের বেশি।
কোভিডের সেকেন্ড ওয়েভের সময় পশ্চিমবঙ্গে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার বেড়েছিল। কেন্দ্রের তালিকায় ৯টি রাজ্যের মধ্যে সংক্রমণের হারে প্রথমের দিকেই ছিল এ রাজ্য। এখন ফের তা বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, বুধবার দৈনিক সংক্রমণের হার সামান্য কমলেও তা ৩০ শতাংশের বেশি। কলকাতাতেই কোভিড পজিটিভিটি রেট প্রায় ৪১ শতাংশ।
সংক্রমণের হারে দেশের মধ্যে শীর্ষে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বাংলায় বর্তমানে সংক্রমণের হার ৩২.১৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ২২.৩৯ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৩.১ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশের ১২০টি জেলায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। সেকেন্ড ওয়েভের সময় ঠিক যেভাবে পজিটিভিটি রেট ঊর্ধ্বে চড়েছিল, তেমনই সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে দেশে। থার্ড ওয়েভে ঘরে ঘরে ঢুকে পড়েছে সংক্রমণ। সর্দি-কাশি, জ্বর প্রায় প্রত্যেক পরিবারে। টেস্ট করালেই করোনা পজিটিভ রিপোর্ট আসছে। জটিল সংক্রমণ খুব কমই হচ্ছে, তবে মদু বা মাঝারি সংক্রমণ দেখা যাচ্ছে অনেকেরই। চিন্তার বিষয় হল উপসর্গহীন রোগীর সংখ্যাও বাড়ছে দেশে। সংক্রমণের বাহ্যিক লক্ষণ না থাকায় উপসর্গহীন বা অ্যাসিম্পটোমেটিকদের সংস্পর্শ থেকে সংক্রমণ ছড়াচ্ছে আরও অনেকের মধ্যে।