
দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় আছড়ে পড়েছে করোনা ঝড়। কোভিড হানা দিয়েছে পুলিশ মহলেও। লালবাজারে একের পর এক পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার খবর মিলছে। করোনা এবার থাবা বসিয়েছে বারুইপুর জেলার পুলিশ সুপারের অফিসেও। খোদ সুপার সহ কোভিড পজিটিভ ১৮ জন পুলিশ কর্মী।
সূত্রের খবর, পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ ১৮ জন পুলিশ কর্মীর সংক্রমণ ধরা পড়েছে। অনেকেরই সংক্রমণের উপসর্গ রয়েছে। শুক্রবার আরও ৫০ জনের কোভিড টেস্ট করা হবে বলে জানা গেছে। আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
করোনা থাবা বসিয়েছে সিবিআই দফতরেও। কলকাতার নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন সিবিআই অফিসার কোভিড আক্রান্ত। সিবিআই সূত্রে খবর, এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। বাকিরা থাকবেন কোয়ারেন্টাইনে।
কলকাতা পুলিশেও বাড়ছে সংক্রমণ। সোমবারই জানা গিয়েছিল, নতুন করে কলকাতা পুলিশের ২২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিসি ট্রাফিক সাউথেরও রিপোর্ট পজিটিভ ছিল। সোমবার পর্যন্ত ৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার আরও তিনজন ডিসির শরীরে কোভিডের নমুনা পাওয়া গিয়েছে। ফলে লালবাজারে ৮৬ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত।
দ্বিতীয়বার করোনা আক্রান্ত বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ভবানীপুর থানাতেও কোভিড হানা দিয়েছে। ওসি ছাড়াও আক্রান্ত ৩০ জন পুলিশ কর্মী। সস্ত্রীক কোভিড আক্রান্ত কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত জয়েন্ট এসটিএফ ভি সলোমন নিশাকুমার। তিনিও রয়েছেন হোম আইসোলেশনে।