Latest News

চা বাগানের জমির মালিকানা নিয়ে সংঘর্ষ, গুলি-বোমাবাজি, রণক্ষেত্র চোপড়া

দ্য ওয়াল ব্যুরো: চা বাগানের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়া। ব্যাপক বোমাবাজি এলাকায়। গুলিও চলে। ঘটনায় চারজন জখম হওয়ার খবর মিলেছে। গুলিবিদ্ধ তিন।

মঙ্গলবার সকালে চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নামানো হয়েছে র‍্যাফ।

বড়বিল্লা এলাকায় একটি চা বাগানের প্রায় ২০ একর জমির মালিকানা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ ঘটনায় ব্যপক গোলাগুলি ও বোমাবাজি হয় দুই পক্ষের মধ্যে৷ গুলি ও বোমার আঘাতে জখম হন চারজন। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। এখন গোটা এলাকা ঘিরে পুলিশি টহলদারি চলছে। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, “সংঘর্ষের খবর পেয়েছি। তবে গুলি চলেছে এমন কোনও খবর আমাদের কাছে নেই। পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।”

ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ার্কিং প্রেসিডেন্ট তাহের আহমেদ বলেছেন, চা বাগানের জমির মালিকানা নিয়ে বিবাদ অনেকদিনের। দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এলাকায় গুলি চলেছে, বোম পড়েছে বলে খবর পাওয়া গেছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকাসুখপাঠ

You might also like