Latest News

অর্জুনের বাড়ির সামনে বোমাবৃষ্টি, জগদ্দলে ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। এবার খোদ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে মুহুর্মুহু বোমা পড়ল বৃহস্পতিবার সন্ধ্যায়। যা নিয়ে বিজেপি সাংসদের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা শাসকদলের বক্তব্য, অর্জুন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন, তার ফলেই এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যারাকপুরে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক ছিল অর্জুনের। সেখান থেকে তিনি মজদুর ভবনে ঢোকার পরেই বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ বিজেপির। অর্জুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়ি ঢোকার সময়েই তিনি লক্ষ্য করেছিলেন তাঁর বাড়ির সামনে কিছু অচেনা মুখ ঘুরছে। এরপর ইনি বাড়ির তিনতলা থেকে জামা কাপড় পাল্টে নীচে আসেন নিরাপত্তারক্ষীদের সতর্ক করতে। সেই সময়েই বোমাবৃষ্টি শুরু হয়। যদিও সাংসদ বা তাঁর পরিবারের কেউ হতাহত হননি।

অর্জুন বলেন, তাঁর বাড়ির সামনে, পাশের মন্দিরের সামনেও বোমাবাজি করে দুষ্কৃতীরা। তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ অর্জুনের। তবে তৃণমূল সমস্ত অভিযোগ উড়িয়ে জানিয়েছে, অর্জুনই ভাটপাড়া, কাকিনাড়া, জগদ্দলে সমাজবিরোধীদের মাথা। যে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় তা সাংসদের বাহিনীই করেছে।

২০১৯ সালে লোকসভা ভোটের আগে আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। তারপর থেকে টানা প্রায় আড়াই মাস তাণ্ডব চলেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। এমনকি তৃণমূলকর্মীরাও ঘরছাড়া হয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি শিল্পাঞ্চলের রাজনীতি বারবার উত্তপ্ত হয়েছে।

গত তিন মাসে একাধিক বার পুলিশি হানার ঘটনা ঘটেছে অর্জুনের বাড়িতে। তাঁর ভাইপোর বিরুদ্ধে টাকা তছরুপের মামলায় তল্লাশি অভিযানেও যেতে দেখা গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুলিশকে। তবে বৃহস্পতিবারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like