
দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬ দিনের শিশুর! রবিবার ওদলাবাড়ি হাসপাতালে শিশুটি মারা যেতে শোকে ভেঙে পড়ে পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়েই শিশুটি মারা গেছে।
১১ জানুয়ারি ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির। ১৩ তারিখ হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয়। শিশুকে নিয়ে তুড়িবাড়ির বাড়িতে চলে যান পরিবার। কিন্তু তারপর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। শিশুটিকে ফের ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়।চিকিৎসা শুরু হতেই মারা যায় সে।
পরে পরীক্ষা করে তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। শিশুর মাও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
এই ঘটনায় উদ্বেগের পারদ চড়েছে চিকিৎসক মহলে। করোনায় ছোটদের আক্রান্ত হওয়া বা মৃত্যু হওয়ার সংখ্যা প্রায় নেই বললেই চলে। এত ছোট বাচ্চার ক্ষেত্রে এমনটা আরওই অস্বাভাবিক। তাহলে কি করোনা শক্তি বাড়িয়ে এবার শিশুদের দিকেও থাবা বসাবে, উঠেছে প্রশ্ন।