
দ্য ওয়াল ব্যুরো: নারদ কাণ্ডে দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের ঘটনায় উত্তাল নিজাম প্যালেস চত্বর। তার মধ্যেই ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি শুনানি চলল। নিজাম প্যালেসের বাইরে ধুন্ধুমারের কারণে যে হেতু ধৃত সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা যায়নি, তাই তাঁদের ভার্চুয়ালি পেশ করা হয়।
মামলার শুনানির সময়ে সিবিআইয়ের আইনজীবিরা বলেছেন, ধৃত চারজনই প্রভাবশালী ব্যক্তি। তাই তাঁদের বাইরে রাখলে তাঁরা মামলাকে প্রভাবিত করতে পারেন। সেই কারণে তাঁদের জেল হেফাজতে পাঠানো হোক।
বিপরীতে গোটা প্রক্রিয়াই অবৈধ বলে সওয়াল করেছেন তৃণমূলের আইনজীবিরা। তাঁদের বক্তব্য, বিধানসভার স্পিকারের অনুমতি ছাড়াই চারজনকে গ্রেফতার করা হয়েছে। এটা বেআইনি। তা ছাড়া তদন্তের পর চার্জশিট পেশ হয়ে গিয়েছে। অভিযুক্তদের এখন তদন্তের জন্য প্রয়োজন নেই। এ বার চার্জশিটের ভিত্তিতে আদালতে মামলা চলবে। সুতরাং তাঁদের গ্রেফতার করা হল কেন? ধৃত চারজনকেই জামিনে মুক্ত করতে হবে।
দুই পক্ষের মতামত শুনে বিচারক আপাতত রায় দান স্থগিত রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই তা ঘোষণা করা হবে।