Latest News

নবান্নে বজ্রকঠিন নিরাপত্তা, গেট আগলে পুলিশ-র‍্যাফ, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি

দ্য ওয়াল ব্যুরো: তিন দিক থেকে নবান্ন (Nabanna) অভিযানে ঝাঁপিয়ে পড়বে রাজ্য বিজেপি। তার আগেই বজ্রকঠিন নিরাপত্তা বেষ্টনীতে মোড়া হল নবান্নকে। বিজেপির অভিযানকে ঘিরে সোমবার রাত থেকেই প্রস্তুতি তুঙ্গে নবান্ন চত্বরে। বৃষ্টি বেজা সন্ধে থেকেই গার্ডরেল, ব্য়ারিকেডের ব্যবস্থা করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেখা গেছে, এই বন্দোবস্ত আরও পাকা। নবান্নমুখী (Nabanna) পথের প্রতিটি মোড়ে বসেছে গার্ডরেল। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নেমেছে র‍্যাফও।

Image - নবান্নে বজ্রকঠিন নিরাপত্তা, গেট আগলে পুলিশ-র‍্যাফ, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি

কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু ছুঁয়ে নবান্নমুখী (Nabanna) পথের প্রতিটি মোড়ে গার্ডরেল বসেছে। নবান্নের দিকে লেনটা যেখানে নামছে সেখানে মাসখানেক আগে লোহার গেট লাগানো হয়েছিল। সেই গেটটিকে আজ ব্যবহার করা হচ্ছে। ব্রিজ থেকে নামার মুখে ওই গেটটি বন্ধ রাখা হয়েছে। গেট ঘিরে রয়েছে পুলিশ বাহিনী। নবান্নের মূল ফলক দিয়ে ঢোকার মুখেও নিরাপত্তা বেশ কড়া। হাওড়া কমিশনারেট এবং কলকাতা পুলিশের পদস্থ কর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই নবান্নে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। নবান্নের দু’টি প্রবেশ পথে পরিচয়পত্র যাচাই করেই সরকারি কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে। নবান্নের কর্মচারীদের আইকার্ড দেখে তবেই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। বাইরে থেকে যাঁরা সরকারি কাজ করাতে আসছেন তাঁদের ও সংবাদমাধ্যমের কর্মীদের আইকার্ড দেখে, সই করে তবেই ঢুকতে হচ্ছে। বহিরাগতদের জন্য আজ নিয়ম বেশ কড়া। কারা আসছেন, নবান্ন চত্বরে কী কী গাড়ি আসছে, গাড়ির ভেতরে কারা রয়েছেন সেসব খুঁটিনাটি খোঁজ নিচ্ছে পুলিশ। বিনা অনুমতিতে কারও ভেতরে প্রবেশের অনুমতি নেই।

Image - নবান্নে বজ্রকঠিন নিরাপত্তা, গেট আগলে পুলিশ-র‍্যাফ, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি

সেন্ট্রাল গেটে ঢোকার মুখে কার্ড দেখিয়ে সই করে তবেই ঢুকতে হচ্ছে। বহিরাগতদের দেখলে প্রশ্ন করা হচ্ছে, “আপনি কে, কোথা থেকে আসছেন?” পরিচয়পত্র দেখে, তল্লাশি করে তবেই অনুমতি দেওয়া হচ্ছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে সোনালি চক্রবর্তীকে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট

এদিন সকাল থেকে নবান্ন চত্বরে মোতায়েন করা হয়েছে কলকাতা ও হাওড়ার বেশ কিছু বাড়তি পুলিশ কর্তা ও কর্মীকে। রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার-সহ দু’জন অ্যাসিস্টান্ট কমিশনার, ৪ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, ১৬ জন সার্জেন্ট ও মহিলা পুলিশ কর্মীরা। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে।

নবান্ন থেকে ১০০ মিটার দূরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘিরে রেখেছে র‍্যাফ যাতে কোনওরকমভাবে কোনও গেট দিয়েই কেউ ঢুকে না পড়তে পারে।

You might also like