Latest News

Nabanna: পঞ্চম অর্থ কমিশন গঠিত, সরকারের আর্থিক অবস্থা মাথায় রেখে সুপারিশের পরামর্শ নবান্নের

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার (Nabanna)। এই কমিশনের কাজ হল, রাজ্য সরকার ও পঞ্চায়েত এবং পুরসভাগুলির মধ্যে রাজস্ব ভাগ-বাটোয়ারার সূত্র বাতলানো।

কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অর্থনীতির অধ্যাপক অভিরূপ সরকারকে। তিনি চতুর্থ অর্থ কমিশন এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গঠিত ষষ্ঠ বেতন কমিশনেরও চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সরকার (Nabanna)। ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি।

মাস কয়েক হল রাজ্যের পুসভাগুলির নির্বাচন শেষ হয়েছে। এক বছরের মাথায় হবে পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চম অর্থ কমিশনের সুপারিশ হাতে এসে গেলে দুই ক্ষেত্রেই সরকারের আর্থিক বোঝা যেমন বাড়বে আবার রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় থাকবে শাসক দল। কমিশনকে ছয় মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হলেও এর অল্প সময়ের মধ্যে তা হয়ে উঠবে বলে মনে করছে না প্রশাসনিক মহল।

তবে, সরকারের আর্থিক পরিস্থিতিই এই ব্যাপারে সবচেয়ে ভাবনার বিষয়। নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই কমিশন যেন রাজস্ব ভাগবাটোয়ারা সুপারিশ করে।

পঞ্চায়েত ও পুরসভাগুলির নিজস্ব আয় বৃদ্ধির রাস্তা বাতলে দিতেও বলা হয়েছে কমিশনকে। এখন, বিল্ডিং প্ল্যান অনুমোদন, মিউটেশন, জঞ্জাল নিষ্কাশন, রাস্তা ও ফেরি ঘাটের টোল, জমি জায়গা, দোকান, জলাশয় ইত্যাদি লিজ দিয়ে রোজগার করে পঞ্চায়েত ও পুরসভাগুলি। তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য। রাজ্য সরকার এবং গ্রাম ও নগরোন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, বিভিন্ন খাত থেকে পঞ্চায়েত ও পুরসভাগুলির বিপুল আয়ের সুযোগ রয়েছে।

Basanti Murder: মদের আসরে ঝগড়া, কাকাশ্বশুরকে পিটিয়ে মারল জামাই দুরন্ত

You might also like