Latest News

মুর্শিদাবাদে গঙ্গা গিলে নিল আস্ত মন্দির! দেবতার ঠাঁইও ভাঙনের গ্রাসে

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার ভাঙনের হাত থেকে রেহাই পেল না দেবতার বাসস্থানও। আস্ত একটা মন্দির এবার গঙ্গার গ্রাসে। ভয়াবহ ভাঙনের সাক্ষী থাকল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ।

বছরভর ভাঙনের সমস্যা লেগেই থাকে মুর্শিদাবাদে। গঙ্গার পাড় ভেঙে প্রায়ই জলে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি। বসতভিটেও গিলে নেয় গঙ্গা। সেই সর্বগ্রাসী গঙ্গা থেকে রেহাই পেল না মন্দিরও।

কিছুদিন আগেই নতুন করে ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। মঙ্গলবার সকালে দেখা যায় আস্ত একটা ছোটখাটো মন্দির তলিয়ে যাচ্ছে গঙ্গায়। তা দেখতে ওই এলাকাতেই ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে গঙ্গার গ্রামে চলে যেতে পারে থাকা খাওয়ার এক চিলতে ঠাঁইটুকুও, চিন্তায় ঘুম উড়েছে এলাকার মানুষের। দিন যত এগোচ্ছে মুর্শিদাবাদের ভাঙন ভয়াবহ চেহারা নিচ্ছে।

চলতি বছরের প্রথম থেকেই ভাঙন সমস্যায় জেরবার মুর্শিদাবাদের মানুষ। সামশেরগঞ্জেই বহু জমি গিলে নিয়েছে গঙ্গা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এই ভাঙন ঠেকাতে যথেষ্ট তৎপর নয়।

You might also like