Latest News

মুর্শিদাবাদে পাখা বন্ধ করে দেওয়ায় বাবাকে কাঠ দিয়ে মারল ছেলে, হাসপাতালেই মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: শীত কমেছে। আবার ঠান্ডার হালকা আমেজও এখনও পুরোপুরি বিদায় নেয়নি। এই অবস্থায় পাখা চালানো হবে কি হবে তা নিয়ে ঘরে ঘরেই লেগে আছে বাকবিতন্ডা। তবে সেই বিবাদের মারাত্মক পরিণতি হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ছেলের হাতে খুন হতে হল বাবাকে।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সম্মতিনগর এলাকার ডিহিপাড়ায়। মৃতের নাম আফজল শেখ। মঙ্গলবার সকালে নমাজ পড়ে ফেরার পর ঘরে পাখা চালানো নিয়ে ছেলের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর ছেলে আনারুল শেখ কাঠের বাড়ি মারে বাবার মাথায়। মাথায় আঘাত পেয়েই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আফজল শেখের। ছেলে আনারুল মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন ওই পরিবারের লোকজন। শীত গ্রীষ্ম বর্ষা সবসময়েই নাকি সে পাখা চালিয়েই ঘুমোতে চায়।

মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

You might also like